Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় প্রেমিকের বাড়িতে ধরনায় প্রেমিকা

দিনহাটায় প্রেমিকের বাড়িতে ধরনায় প্রেমিকা

Dharna at lover's house



দিনহাটা:

দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক অস্বীকার প্রেমিকের, প্রেমিকের বাড়িতে ধরনায় প্রেমিকা। বুধবার দুপুর ২:৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নং ব্লকের গিতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের রতিনন্দন এলাকায়। ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। যদিও ইতিমধ্যে প্রেমিক গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ।

ঘটনার বিবরণে জানা যায়, দিনহাটা দুই নং ব্লকের চান্দেরকুঠি এলাকার এক যুবতীর সঙ্গে গিতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের রতিনন্দন এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবতীর। দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছিল। ইতিমধ্যেই বেশ কয়েকবার ওই যুবক, প্রেমিকাকে বাড়িতে নিয়ে এসেছিল বলে অভিযোগ। কিন্তু বর্তমানে ওই যুবক তার সঙ্গে আর সম্পর্ক রাখতে অনীহা প্রকাশ করেছেন। অবশেষে এদিন ওই প্রেমিকা গিতালদহে রতিরন্দন গ্রামের প্রেমিকের বাড়িতে যায় এবং সেখানে বিয়ের দাবিতে ধরনায় বসে। ধরনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষের ভিড় জমতে থাকে।

প্রেমিকার ধরনা তোলার জন্য প্রেমিকের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা হয়। কিন্তু নিজের জেদে অনড় থাকে প্রেমিকা। প্রেমের মর্যাদা দিয়ে বিয়ে করার কথা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসে থাকবেন প্রেমিকা।

যদিও প্রেমিকের পরিবারের লোকজন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বল প্রয়োগ করে বলে অভিযোগ। এ বিষয়ে প্রেমিকের পরিবারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code