নবরূপে সাজলো বাসন্তীরহাট শিশু মন্দির
দিনহাটার বাসন্তীরহাটে নবরূপে সাজলো বাসন্তীরহাট শিশু মন্দির। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই বেসরকারী বিদ্যালয়টি গুটি গুটি পায়ে যাত্রা শুরু করে। ৫ বছরের মাথায় একাধিক শ্রেণিকক্ষ সহ এবার নবরূপে যাত্রা শুরু করলো এই বিদ্যালয়।
আজ বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদঘাটন করেন চৌধুরীহাট রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সেবানন্দ। এদিন বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত হয়েছিলেন। বিশিষ্ট সংগীত প্রশিক্ষক নারায়ণ চন্দ্র সরকার, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিক, বিশিষ্ট চিত্রশিল্পী অনুপ সাহা, প্রসেনজিৎ ভৌমিক, চন্দন সাহা, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।
বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদঘাটনের সাথে সাথে এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ রক্ষিত জানান, নতুন ভবনে বিদ্যালয়ের যাত্রা শুরু হলো, এবার শিক্ষার্থীদের জন্য শিশু সুলভ বিদ্যায়তন তৈরি করতে হবে, ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে এই বিদ্যালয়টি তৈরি করতে চাই যাতে শিক্ষার্থীরা আনন্দ সহকারে পাঠ গ্রহন করতে পারে।
0 মন্তব্যসমূহ
thanks