অবৈধ পার্কিং, জলাশয় ভরাট করে বাড়ি নির্মাণ সহ একাধিক ইস্যুতে সরব কংগ্রেস
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
অবৈধ পার্কিং, জলাশয় ভরাট করে বাড়ি নির্মাণ সহ একাধিক ইস্যুতে তৃণমূল পরিচালিত আসানসোল পুরনিগমের বিরুদ্ধে সরব হলো আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেস। দলের পক্ষ থেকে মেয়র বিধান উপাধ্যায়ের অনুপস্থিতিতে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের হাতে একটি স্মারকলিপি দেওয়া হয়।
আসানসোল সাউথ ব্লক কংগ্রেস সভাপতি শাহ আলম খান বলেন, অবৈধ পার্কিং, পুকুর ভরাট সহ চারটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি পুরনিগমের হাতে তুলে দেওয়া হয়েছে। তার দাবি পার্কিংয়ে নামে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে বেশি অর্থ নেওয়া হচ্ছে। নিয়ম লঙ্ঘন করে এখানে ৩ ঘন্টার পরিবর্তে ১ ঘন্টা পর দ্বিগুন পার্কিং ফিজ নেওয়া হচ্ছে। আগে পার্কিংয়ের জন্য ৫ টাকা নেওয়া হলেও এখন কোথাও ১০ টাকা, কোথাও বা ২০ টাকা নেওয়া হচ্ছে। অবাধে এইসব বেআইনি কাজ করা হলেও পুরনিগম কর্তৃপক্ষ উদাসীন থাকছে। এছাড়া ৪৬ নং ওয়ার্ডের পদ্মতলাও ও রামতলাও নামে দুটি পুকুরের একাংশ ভরাট করা হচ্ছে। কাল্লা এলাকায় পাথর খাদান ভরাট করে ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। শহরের ব্যস্ততম রাস্তায় ভলভো বাসস্ট্যান্ড নিয়েও কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তার দাবি পুরনিগমের চেয়ারম্যান ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এইসব দাবি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আসানসোল পুরনিগম ও তৃণমূল নেতাদের একাংশকে নিশানা করে অপর কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সব ধরনের বেআইনি কাজ বন্ধ করার কথা বললেও এখানে সমস্ত বেআইনি কাজের সঙ্গে তৃণমূল নেতারা জড়িয়ে আছে। যারাই বেআইনি কাজ করছে তৃণমূল নেতারা তাদের মাথায় হাত রেখেছেন। তিনি আরও বলেন, তৃনমূল কংগ্রেসের নেতারা এখন দুর্গাপুর থেকে ধানবাদ পর্যন্ত জাতীয় সড়ক বরাবর জমি মাফিয়াদের সাথে যোগ দিয়েছেন এবং এখন এটাই তাদের আয়ের মূল উৎস হয়ে উঠেছে।
এদিকে পুরনিগমের চেয়ারম্যান বলেন, কংগ্রেসের স্মারকলিপিতে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলি খতিয়ে দেখা হবে। তারপর সেটা নিয়ে শীঘ্রই কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊