Latest News

6/recent/ticker-posts

Ad Code

মটু-পাতলুকে নিয়ে শিশুদের উচ্ছ্বাস আনন্দে উদযাপন শিশু দিবস

মটু-পাতলুকে নিয়ে শিশুদের উচ্ছ্বাস আনন্দে উদযাপন শিশু দিবস

Children's Day is celebrated with joy and happiness with Motu-Patlu



শিশু দিবস উপলক্ষে পড়ুয়াদের জন্য মিড ডে মিল স্পেশাল মেনু মাংস ভাত। এদিন জলপাইগুড়ি সদর গার্লস বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুদেরকে নিজের হাতে মাংস-ভাত পরিবেশন করলেন জলপাইগুড়ি ডিপিএসসির চেয়ারম্যান লৈক্ষ্য মোহন রায়।

শিশু দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়ে। স্কুলের কচিকাচাদের নিয়ে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে পালিত হল শিশু দিবস।

সাত সকালে স্কুল প্রাঙ্গনে মটু পাতলু -এই দুই কার্টুনকে ঘিরে স্কুল পড়ুয়াদের মধ্যে দারুন উন্মাদনা দেখা গেল। শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়ার যেমন খুশি তেমন সেজে প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করে। বিদ্যালয়ের শিক্ষিকা জানান- প্রতিবছরই আমরা শিশুদিবস পালন করি। এবারের বিশেষ সংযোজন যেমন খুশি তেমন সাজো। বাচ্চারাও খুব আগ্রহী এই নতুন উদ্যোগে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code