Arun Chakraborty Death: না ফেরার দেশে পাড়ি দিলেন ‘লাল পাহাড়ির দেশে’র স্রষ্টা অরুণ চক্রবর্তী

Arun Chakraborty Death



না ফেরার দেশে পাড়ি দিলেন ‘লাল পাহাড়ির দেশে’র স্রষ্টা অরুণ চক্রবর্তী। শুক্রবার গভীর রাতে চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে অরুণ চক্রবর্তীর বয়স হয়েছিল ৮০। 

‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’ খ্যাত অরুণ চক্রবর্তী। বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণবাবু। ‘লাল পাহাড়ের’ সুরেই অমর হয়ে থাকবেন কবি। অরুণ চক্রবর্তী শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে। পাশাপাশি লেখালিখিও করতেন।

পরিবার সূত্রে খবর, বাড়ি থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হবে অরুণ চক্রবর্তীর মরদেহ। সেখানে মুক্তমঞ্চে শায়িত থাকবে। শিল্পীর গুণগ্রাহীরা সেখানে গিয়েই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।