লোনের টাকা দিতে দেরি, হুমকি ও গালিগালাজ, শেষমেষ অস্বাভাবিক মৃত্যু মহিলার
লোনের টাকা দিতে দেরী হওয়ায় বাড়িতে এসে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক বেসরকারি লোন সংস্থার লোন কালেক্টারদের বিরুদ্ধে। সূত্রের খবর, তাহেরপুর থানার বীরণগর পুরসভার সর্বজ্ঞ পাড়ার বাসিন্দা এক মহিলা লক্ষী মাতা লোন সংস্থা নামে এক বেসরকারি লোন সংস্থার কাছ থেকে মাত্র 20 হাজার লোন দেন। এর পর নিয়ম মেনে প্রতি সপ্তাহে লোনের কিস্তি দিলেও কর্ম সূত্রে বাইরে থাকায় রবিবার লোনের কিস্তির টাকা সময়ে দিতে পারেননি ওই মহিলা।
অভিযোগ, এর পরই ওই লোন সংস্থার তিন কর্মী রবিবার রাতে ও সোমবার সকালে দুই বার ওই মহিলার বাড়ী আসেন। অভিযোগ সেই সময় বাড়িতে ওই মহিলার যুবতী মেয়ে একাই ছিলো। অভিযোগ ওই লোন কালেক্টাররা ওই যুবতীকে হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজ করে ও ভয় দেখায়। আর এর পরই ভয়ে ও অপমানে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী। পরে ওই যুবতীর ভাই বাড়ী এসে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনায় সোমবার রাতে তাহেরপুর থানায় ওই লোন সংস্থা ও তার তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত যুবতীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ
thanks