পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা সম্মেলন
বংশীবদন চট্টোপাধ্যায়, কলকাতা : গত ২৯ শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সমিতির নিজস্ব সন্তোষ মুখোপাধ্যায় স্মৃতি ভবন, ১ নম্বর রমানাথ নাথ মজুমদার স্ট্রীটে।
জেলা সম্মেলনে বিভিন্ন জেলার কিছু বর্ষিয়ান শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবিদদের বরণ করে বিদ্যাসাগর স্মারক সম্মান পদক দিয়ে সম্মান জানানো হয়। সভায় পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সভাপতি গোলাম মোস্তফা সরকার, সাধারণ সম্পাদক চঞ্চল ঘোষ, উপদেষ্টা মন্ডলীর শিশির সরকার, বিবেকানন্দ মুখোপাধ্যায় সহ আরো বিশিষ্ট কয়েকজন উপস্থিত ছিলেন। সমিতির ৭৫ বছরের সংগ্রামী ইতিহাস নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য উপস্থিত করেন।
অনুষ্ঠানে 35 জন কলকাতার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষা কর্মী উপস্থিত ছিলেন এবং রাজ্যস্তরের এবং জেলা স্তরের নেতৃত্ব মিলে মোট ৫৫ জন উপস্থিত ছিলেন সর্বশেষে কলকাতা জেলা কমিটি ঘোষণা করা হয় সবাই নতুন কমিটি গঠনে সম্মতি জানান । নতুন কমিটিতে সভাপতি ডঃ পূর্ণেন্দু পাল, সম্পাদক কৃষ্ণেন্দু জানা, এবং কোষাধক্ষ হন দীপশ্রী পাল।
এদিন বিদ্যাসাগর সম্মান স্মারক দেওয়া হয় ব্যারাকপুর লাটভবন হাই স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষিকা নিবেদিতা গঙ্গোপাধ্যায়,বেলেঘাটা কালিকমলা হাই স্কুলের প্রধান শিক্ষিকা রুমা সরকার, সাউথ পয়েন্ট হাই স্কুলের শিক্ষিকা জয়তী পাত্র, কসবা জগদীশ বিদ্যাপীঠ উঃ মা বিদ্যালয় এর শিক্ষিকা সোমা মাইতি ঘোষ, বালিগঞ্জ শিক্ষা সদনের অবসর প্রাপ্ত শিক্ষিকা দীপান্বিতা সেন, শরৎ চন্দ্র সুর হাই স্কুলের শিক্ষক সঞ্জয় আচার্য্য, কাশিপুর হাই স্কুলের শিক্ষক তরুণ মন্ডল, লেক স্কুলস ফর গার্লস এর অবসর প্রাপ্ত বর্তমানে অ্যাডভোকেট রাজ্যশ্রী মুখোপাধ্যায়, দ :২৪ পরগনার প্রাক্তন প্রধান শিক্ষক রীতেন্দ্র নারায়ণ রায়,কে পি সি মেডিকেল কলেজের ডাক্তার কুনাল মজুমদার এবং কলকাতা হাই কোর্টের অ্যাডভোকেট ভাস্বতী ভট্টাচাৰ্যকে।
সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকা নিবেদিতা চট্টোপাধ্যায়, আবৃত্তি পরিবেশন করেন ছাত্রী সুস্মৃতি প্রামানিক, স্বরচিত কবিতা পাঠ করেন দ :২৪ পরগনা র প্রাক্তন প্রধান শিক্ষক রিতেন্দ্র নারায়ণ রায় ও বালিগঞ্জ শিক্ষা সদনের অবসর প্রাপ্ত শিক্ষিকা দীপান্বিতা সেন।
পরিশেষে কলকাতা জেলা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক ড :পূর্ণেন্দু পাল ও কৃষ্ণেন্দু জানা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊