Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিবাদ ইতি? বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য বাছাই তালিকা থেকে মুখ্যমন্ত্রী পছন্দের তালিকা পাঠাবে রাজ্যপালকে, জানালো শীর্ষ আদালত

বিবাদ ইতি? বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য বাছাই তালিকা থেকে মুখ্যমন্ত্রী পছন্দের তালিকা পাঠাবে রাজ্যপালকে, জানালো শীর্ষ আদালত


Supreme court

উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপালের বিবাদ দেখেছে রাজ্য। এবার সেই বিবাদে কি ইতি? রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য বাছাই তালিকা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পছন্দের ভিত্তিতে তালিকা তৈরি করে আচার্য তথা রাজ্যপালকে পাঠাবেন। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত নতুন করে এই প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করছে না বলেই খবর। কারণ সেক্ষেত্রে উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় দেরি হবে বলে মনে করছে আদালত। আজ বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এই কথা জানিয়ে দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৯ ডিসেম্বর।



উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপালের বিবাদের নিষ্পত্তি করতে গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন’ কমিটি তৈরি করে দিয়েছিল। সার্চ কমিটি লিস্ট করে তিনজনের নাম পাঠাবেন মুখ্যমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রী সেখান থেকে পছন্দের তালিকা তৈরি করে পাঠাবেন রাজ্যপাল কে এমনটাই নির্দেশ ছিল আদালতের। কিন্তু এর কিছু সংশোধন চেয়ে আবেদন করেছিলেন রাজ্য। 



রাজ্যপালের বক্তব্য ছিল, ললিত কমিটিই পছন্দের ক্রম অনুযায়ী তালিকা মুখ্যমন্ত্রীকে পাঠাক। কিন্তু রাজ্যের আইনজীবী তার বিরোধীতা করেন। তিনি জানান, ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নাম প্রকাশ হয়েছে। যদি মুখ্যমন্ত্রী ও আচার্যের মতভেদ হয়, তা হলে সুপ্রিম কোর্টে বিষয়টি ফেরত আসবেই। বিচারপতি সূর্য কান্ত বলেন, রাজ্যপালের আর্জি খারিজ করা হচ্ছে না। পরে প্রয়োজন মতো তা শোনা হবে। আপাতত আগের নির্দেশই বহাল থাকছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code