দ্বিতীয়াতেই জুটলো পুলিশের মার! হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা
ডেস্ক নিউজ, জলপাইগুড়ি:
শুক্রবার দুপুরে আচমকাই জলপাইগুড়ি শহরের দিন বাজার সংলগ্ন এলাকায় হকার্স উচ্ছেদ অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ, আর এতেই সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়, রাস্তা দখল করে ব্যাবসার অভিযোগে এক জনকে রিতিমত লাঠি পেটা করে আটক করেছে পুলিশ বলে অভিযোগ।প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান হকার্সরা।
জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যাস্ততম ব্যবসায়িক এলাকা বলে চিহ্নিত দিন বাজার, শারদীয়া উৎসবের দ্বিতীয়া স্বাভাবিক ভাবেই বাজারে দু পয়সা আয়ের আসায় রাস্তা জুড়ে পসরা সাজিয়ে বসেছিল অন্যান্য দিনের মতো বেশ কিছু ব্যাবসায়ী, আচমকাই অভিযানে নামে পুলিশ,শুরু হয় বচসা, এরই মধ্যে একশ্রেনীর হকার্স পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করতেই মারমুখী হয়ে উঠতে দেখা যায় পুলিশকে।
দ্রুত রাস্তায় রাখা সামগ্রী সরিয়ে নিতে বলায়, হকার্সদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পরে। এরই মধ্যে এক ব্যাবসায়ী অভিযানের বিরোধিতা করে বলতে থাকেন শুধুমাত্র দিন বাজার এলাকায় কেনো বার বার এই অত্যাচার, এরপরেই হকার্স লক্ষী শাকে পুলিশ রিতিমত লাঠিপেটা করে গাড়িতে তুলে আটক করে বলে অভিযোগ করেন লক্ষী শা।
অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে ব্যাবসায়ী সমিতির সম্পাদক দিলীপ শা পুলিশের হাতে আটক ব্যাবসায়ীদের সমিতির কেউ না বলে জানান, পুলিশের এই অভিযানকে সমর্থন করছি বলেও জানান।
0 মন্তব্যসমূহ
thanks