আড়াই বছর বয়সে চমক, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললো স্বর্নালী!
বয়স মাত্র দুই বছরের একটু বেশি। এই বয়সের শিশুরা কথাই ঠিকমত বলতে পারেনা। আলতো আলতো মা বাবা ডাকটা হয়তো শেখে। কিন্তু এসব কিছুর উর্ধ্বে উঠে বড় সাফল্য অর্জন করল ইসলামপুরে স্বর্নালী। যার বয়স এখন আড়াই বছর। পুরো নাম স্বর্নালী দে। বাড়ি ইসলামপুর শহরের থানা কলোনী এলাকায়।
এত ছোট্ট বয়সে স্বর্নালী নির্ধিদায় বলে ফেলতে পারে দেশের নাম প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম। সে বলে দেয় দেশের রাজধানীর নাম। অন্যান্য কয়েকটি দেশের নামও ঠোটস্থ তার। মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, জাতীয় সঙ্গীত, সপ্তাহের নাম, মাসের নাম, ছড়া, ১ থেকে ২০ পর্যন্ত বাংলা ও ইংরেজিতে অনর্গল বলে দেয় সে। আর এসবের নিরিখে এত ছোট্ট বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল স্বর্নালীর।
তার মা প্রীতি দে জানান, মেয়ের মধ্যে এই সব প্রতিভা দেখে তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। সমস্ত কিছু যাচাই করে তাকে এই খেতাব দেওয়া হয়। প্রীতি দেবী বলেন, মেয়েকে তিনি পর্যাপ্ত সময় দেন। মেয়ের হাতে মোবাইল না দিয়ে তাকে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গল্প বলেন। জাতীয় সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীত শোনান। তিনি চান তার মেয়ে আরও এগিয়ে যাক।
0 মন্তব্যসমূহ
thanks