সারের কালোবাজারি এবং নিম্নমানের আলু বীজ বিক্রি বন্ধে বিশেষ অভিযান
জলপাইগুড়ি:
সারের কালোবাজারি রুখতে এবং নিম্নমানের আলু বীজ বিক্রি বন্ধ করতে ধূপগুড়িতে কৃষি দফতরের আধিকারিকদের অভিযান।
ধূপগুড়ির বেশ কয়েকটি রাসায়নিক সারের দোকান এবং আলু বীজের দোকানে অভিযান চালায় কৃষি দফতরের ডেপুটি ডাইরেক্টর গোপাল চন্দ্র সাহা ও ধূপগুড়ির সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন।
আলু চাষ এবং রবি শস্যের মরশুমে যাতে কৃষকরা ন্যায্য মূল্যে সার ক্রয় করতে পারে। অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে রাসায়নিক সারের দোকানে অভিযান চালায় কৃষি আধিকারিকরা। খতিয়ে দেখেন স্টক রেজিস্টার, হিসাব সহ বিভিন্ন কীটনাশকের মেয়াদের তারিখ। পাশাপাশি ধূপগুড়ি শহরের কয়েকটি আলু বীজের দোকানে হানা দিয়ে আলু বীজের গুণগতমান খতিয়ে দেখেন আধিকারিকরা।
প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে ভেজাল আলু বীজের অভিযোগ উঠে আসে। অনেক ক্ষেত্রে ভেজাল আলু বীজ ক্রয় করে ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। এবছর যাতে সে ধরনের কোন ঘটনা না ঘটে ,সেজন্য আলুবীজ বিক্রি শুরু হতেই বাজারে কৃষি দফতরের অভিযান। কোথাও যদি নিম্নমানের আলু বীজ,সারের কালোবাজারি এবং অবৈধভাবে সার মজুদ করা থাকে তাহলে সেগুলিকে বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন কৃষি আধিকারিকরা।
0 মন্তব্যসমূহ
thanks