আরজি কর হাসপাতালের ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির দাবীতে শিলিগুড়িতে সংহতি অনশন

Solidarity hunger strike in Siliguri demanding speedy punishment of real culprits in RG Kar Hospital incident


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:

আরজি কর হাসপাতালের ন্যাক্কারজনক ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির দাবীতে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন অস্থায়ী মঞ্চে চলছে একদিনের প্রতিকী সংহতি অনশন কর্মসূচী।

ওয়েলফেয়ারের সদস্য পার্থ মজুমদার, দেবাশীষ চক্রবর্তী, উজ্জয়িনী দেব, কৃষ্ণেন্দু দাস,জ্যোতির্ময় পাল, বৈশালী রায়, আলোক দাস প্রমুখ সদস্যবৃন্দ সকাল থেকেই অনশন মঞ্চে বসেছেন। পথ চলতি জনতাও এই অনশনকে সমর্থন করে অনেকেই দীর্ঘসময় অনশনকারীদের সঙ্গ দিচ্ছেন।

মূলত জুনিওর ডাক্তারদের আহ্বানে সাড়া দিয়েই এক বেলার অরন্ধন কর্মসূচীকে সামনে রেখে ওয়েলফেয়ারের সদস্যরা এই অনশন মঞ্চে বসেছেন।

ওয়েলফেয়ারের সম্পাদক জ্যোতির্ময় পাল সংবাদ একলব্যের প্রতিনিধিকে জানিয়েছেন যে 'আজকের অনশন প্রতিকী হলেও, জুনিওর ডাক্তারদের দশ দফা দাবী বাস্তবায়ন ও আরজি কর হাসপাতালের দোষীদের শাস্তির দাবীতে এই অনশন দীর্ঘস্থায়ী হতে পারে'।

ওয়েলফেয়ারের সদস্য কৃষ্ণেন্দু দাস জানান যে, 'এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, প্রয়োজনে আমরা আমরণ অনশনের দিকে ঝুঁকতেও পিছপা হবনা'।

রাত্রি ১০ টা পর্যন্ত আজকের সংহতি অনশন চলবে। তারপর নাগরিক সমাজকে নিয়ে একটি পথপরিক্রমা ও আন্দোলনের ভবিষ্যত কর্মপন্থা নিয়ে একটি আলোচনা সভার উদ্যোগ নেওয়া হয়েছে।