Latest News

6/recent/ticker-posts

Ad Code

এই মুহূর্তের বড় খবর: আশ্রমে ঢুকে মহারাজকে মারধরের অভিযোগ অনন্ত মহারাজের বিরুদ্ধে

Ananta Maharaj: আশ্রমে ঢুকে মহারাজকে মারধরের অভিযোগ কোচবিহার জেলা বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে

ananta maharaj


দশমীর দিন সবাই যখন প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যস্ত, ঠিক সেই সময় বিজেপির কোচবিহার জেলার রাজ্যসভার সংসদ অনন্ত মহারাজকে (Ananta Maharaj) কেন্দ্র করে উত্তপ্ত সিতাই। সংসদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

অভিযোগ, আজ বিকেলবেলা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ (Ananta Maharaj) সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমে আসেন এবং সেখানকার মহারাজকে মারধর করেন। আর আশ্রমের মহারাজকে মারধরের খবর শুনেই ক্ষেপে যান নাগরিকরা। এই মুহূর্তে সিতাই মাথাভাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে অনন্ত মহারাজের (Ananta Maharaj) গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।

ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ বসুনিয়া এবং মন্ত্রী উদয়ন গুহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code