Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোজাগরী লক্ষ্মীপূজায় বাজার দখল রেডিমেড আলপনার!

মাত্র পাঁচ টাকাতেই মিলছে লক্ষীর পায়ের ছাপ

alpona



আজ রাতেই লক্ষ্মী পুজো। আর তার আগেই শেষ মুহূর্তের কোজাগরী লক্ষ্মীপূজায় বাজার দখল রেডিমেড আলপনার!

বাড়ির উঠোন থেকে ঘরের মধ্যে সাজানোর প্রস্তুতি চলছে জোরকদমে। আজ থেকেই জলপাইগুড়িতে লক্ষী পুজোর বাজারে জমজমাট ভিড় সাধারণ মানুষের। অগ্নিমূল্য বাজারেও জলপাইগুড়ির বাজারে মাত্র পাঁচ টাকাতেই মিলছে লক্ষীর পায়ের ছাপ।

লক্ষ্মী পূজা মানেই আলপনা। কিন্তু, ঐতিহ্যবাহী সেই খড়িমাটি দিয়ে হাতে আঁকা আলপনা এখন শহরের বাড়িতে খুব একটা চোখে পড়ে না । নয়া প্রজন্মের ব্যস্ততম জীবনে খড়ি মাটি দিয়ে সময় নিয়ে ঘরে আলপনা দেওয়ার সময়ের বড্ড অভাব! সে কারণেই বাজারে এখন দখল নিয়েছে চাপ দেওয়া বিভিন্ন রকমারি রেডিমেড আলপনা। দেদার বিকোচ্ছে সেগুলি। মাত্র ৫ টাকা থেকে শুরু করে ডিজাইন অনুযায়ী বিভিন্ন দাম রয়েছে রকমারি আলপনার। একেই সহজলভ্য অন্যদিকে, ধৈর্য সহকারে হাতে আলপনা আঁকার ঝুট ঝামেলাও নেই। মা লক্ষ্মীর পায়ের ছাপ থেকে শুরু করে বাজারে মেলে নানা রকমের নকশা। সেই রেডিমেড আলপনা কিনতে ভিড় জমাচ্ছে ক্রেতারা।

একদিকে যেমন খড়িমাটি দিয়ে ঐতিহ্যবাহী আলপনা আঁকার প্রচলন খানিক কম হলেও আছে, অন্যদিকে রেডিমেড আলপনা দখল করে নিচ্ছে বাজার। সহজলভ্যতা এবং কম দামের কারণে রেডিমেড আলপনা মানুষকে বেশি আকর্ষণ করছে।

একজন ক্রেতা বলেন, "আগে খড়িমাটি দিয়ে আঁকা ছাড়া আর কোনও উপায় ছিল না। কিন্তু এখন ডিজিটাল আলপনা এত সহজলভ্য যে কেউই এটা কিনতে পারে।"

বিক্রেতাদের কথায়, "রেডিমেড আলপনার চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এগুলো বেশি পছন্দ করে।"

ভবিষ্যতে ঐতিহ্যবাহী আলপনার বাজার রেডিমেড আলপনা দখল করবে তা বর্তমান পরিস্থিতিতেই স্পষ্ট। এভাবেই খড়িমাটি এবং রেডিমেড আলপনায় এখনও টিকে রয়েছে বাঙালি সংস্কৃতি ঐতিহ্যবাহী আলপনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code