Breaking News: দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ,‌বেলাইন ৩টি কামরা-আগুন ২টিতে

Rail Accident


দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ,‌বেলাইন ৩টি কামরা-আগুন ২টিতে। কর্নাটকের মাইসুরু থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস ও একটি মাল গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অদূরে একটি মালগাড়ি কাভারাইপেট্টাই রেলওয়ে স্টেশনের কাছেই দাঁড়িয়ে ছিল বলে খবর। 


তামিলনাড়ু পুলিশের তরফে জানানো হয়েছে, রাত ৮টা ৫০ মিনিট নাগাদ চেন্নাইয়ের অদূরে কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে ১২৫৭৮ মাইসুরু-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়েছে। সূত্র মারফত জানা গেছে সংঘর্ষের কারণে আগুন লেগে যায় দু’টি কামরায়। ঘটনায় বেশ কয়েক জন হতাহত। রেল মন্ত্রণালয় থেকে এখনোও কোনো খবর পাওয়া যায়নি। 




সূত্রের খবর, ঘটনার খবর পেয়েই রওনা দিয়েছে উদ্ধারকারী দল। তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দক্ষিণ রেলের ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা করা হলেও তাঁরা ফোন তোলেননি। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে সিগন্যালের সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। রেল দুর্ঘটনার জেরে চেন্নাই সেন্ট্রাল থেকে দিল্লিগামী তামিলনাড়ু এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। তবে এনিয়ে কোনোরুপ খবর মেলেনা।