প্রান্তিক বিদ্যালয় উন্নীত হতে চলেছে ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে
দীর্ঘ আঠারো বছর ধরে সুনামের সঙ্গে পঠন পাঠন চালিয়ে আসছে হৈমবতী শিশু শিক্ষা নিকেতন। শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। ক্ষুদে থেকে বড় সকলের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্যারাটে সহ বিভিন্ন কার্যকলাপ প্রদর্শিত হয় মঞ্চে। গ্রাম্য এলাকার পড়ুয়াদের মধ্যে সামগ্রিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এই কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
তবে এদিনের মঞ্চ থেকে হৈমবতী শিশু শিক্ষা নিকেতনের কর্মকর্তারা জানিয়েছেন এই সেশন থেকে তারা পা রাখতে চলেছেন ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিভাস সরকার জানান প্রান্তিক এলাকায় থেকে শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবনের সঠিক শিক্ষা পেয়েছেন এই বিদ্যালয় থেকেই। এই বিদ্যালয়ে পঠন পাঠন ভালো হত বলেই পরবর্তী তে তারা ভালো নম্বর পেয়েছেন বলেও জানান। তারা আশাবাদী ইংলিশ মিডিয়াম হলে এলাকার পড়ুয়া রা উপকৃত হবেন। বর্তমানে মেয়ে চাকরি পেয়েছে কিন্তু ভুলতে পারেননি মেয়ের প্রথম বিদ্যালয়, তাই এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সবিতা মণ্ডল। তিনিও আশাবাদী আগে যেমন এখানকার শিক্ষক রা শুধু পড়াশুনা নয়, জীবনের প্রকৃত শিক্ষা দিয়েছেন, তেমনি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়েও হবে।
বিদ্যালয়ের অন্যতম কর্মকর্তা উত্তম চ্যাটার্জি বলেন বর্তমানে সকলেই ইংলিশ মিডিয়ামে পড়তে চায়। কিন্তু সে জায়গায় পিছিয়ে পরে প্রান্তিক এলাকার শিশুরা। সেদিকে লক্ষ্য রেখেই এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বর্ষ থেকে ইংলিশ মিডিয়াম চালু করা হবে। ইতিমধ্যে ভর্তিও হওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊