পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ এর জরুরি বিজ্ঞপ্তি
২৪ অক্টোবর রাতে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) 'ল্যান্ডফল' হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের ব্যাপক প্রভাব পড়তে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতায়। এই পরিস্থিতিতে নবান্নের তরফে রাজ্যের ওই ৯ জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৩ অক্টোবর বুধবার থেকে ২৬ অক্টোবর শনিবার পর্যন্ত ৯ জেলার সব স্কুল বন্ধ থাকবে। পাশাপাশি বুধ থেকে শনি পর্যন্ত ৯ জেলার সব কলেজেও ক্লাস বন্ধ থাকবে।
এই ঘোষণা হওয়ার পরই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। গত ২১ তারিখ শুরু হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরিক্ষা। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারনে ফের একবার পিছিয়ে গেলো পরিক্ষার তারিখ।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ এর সম্পাদক তপন কুমার সামন্ত জানিয়েছেন- গত দু'দিন সারা রাজ্যে পরীক্ষা সুসম্পন্ন হয়েছে। কিন্তু আসন্ন " ডানা " সাইক্লোনের কারণে সরকার ২৩- ২৬ অক্টোবর ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে আজ রাত ৯ টায় অনুষ্ঠিত পর্ষদের এক জরুরি সভার গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত কার্যকর করার জন্য আবেদন জানানো হচ্ছে। আগামীকাল যথারীতি পরীক্ষা যেমন চলছে, তেমন চলবে তবে ২৪ ও ২৫ তারিখের পরীক্ষা ২৮ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
অর্থাৎ আগামীকালকের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হলেও ২৪ এবং ২৫ তারিখের পরিক্ষার সময় সূচীর বদল হচ্ছে।
ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এখনি-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊