ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন বীরভূম জেলা কংগ্রেসের 

Birbhum congress


আজ ৩১ শেষ অক্টোবর ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে সকাল ১০ টায় ময়ূরেশ্বর - ১ নং ব্লক কংগ্রেসের নেতৃত্বে ভারতেবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হলো। ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং ইন্দিরা জীর জীবনী সম্বন্ধে বক্তব্য রাখেন । 


যিনি দেশের একতা, অখণ্ডতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাইচারিতা রক্ষা করার জন্য নিজের সবটুকু উৎসর্গ করেছেন এবং দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন বলে উল্লেখ করেন। 


আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, যুব কংগ্রেস কমিটির জেলা সাধারণ সম্পাদক বজরুল হক, ময়ূরেশ্বর বিধানসভার যুব কংগ্রেস কমিটির সভাপতি সাইফার সেখ, ব্লক কংগ্রেস কমিটির SC/ST সেলের চেয়ারম্যান ধীরেন দুলুই, কানাচি অঞ্চল কংগ্রেস সভাপতি সাকাল সেখ ও অন্যান্য নেতৃবৃন্দ।


প্রসঙ্গত, আজ অর্থাৎ ৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ওরফে ইন্দিরা গান্ধীর (Former Prime Minister Indira Gandhi) ৪০তম মৃত্যুবার্ষিকী (Death Anniversary)। তাঁর মৃত্যুবার্ষিকীতে বিশেষভাবে স্মরণ করা হয়। ইন্দিরা গান্ধী ১৯১৭ সালে ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর কাছ থেকে তিনি দেশপ্রেম এবং জনসাধারণের সেবার গুরুত্ব শিখেছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর নীতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নেতৃত্ব ভারতকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। ইন্দিরা গান্ধী অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, যেমন ব্যাঙ্ক জাতীয়করণ, পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধ, এবং সবুজ বিপ্লবের প্রচার, যা ভারতকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করেছিল। ১৯৮৪ সালে নিজের দেহরক্ষীর হাতে প্রাণ হারান তিনি।