Latest News

6/recent/ticker-posts

Ad Code

IND vs SA T20 Series: ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ়ের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ়ের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

Ind vs Sa


নভেম্বরে ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা সফরে ভারত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ৮ই নভেম্বর ডারবানে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর ১০ই নভেম্বর কেবেরহায়, ১৩ই নভেম্বর সেঞ্চুরিয়নে এবং ১৫ই নভেম্বর শেষ টি-টোয়েন্টি জোহানেসবার্গে খেলবে ভারত ।

দীর্ঘ দিন পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজ়ি। বিশ্বকাপে খেলা হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজেরা খেলবেন ভারতের বিরুদ্ধে। অধিনায়ক আইডেন মার্করামই রয়েছেন। জায়গা পেয়েছে দুই নতুন মুখ। দুই অলরাউন্ডার মিহলালি মঙ্গোয়ানা ও অ্যান্ডিলে সিমেলানকে নেওয়া হয়েছে।

ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দল— আইডেন মার্করাম, রিজ়া হেনড্রিক্স, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, অ্যান্ডিলে সিমেলান, মিহলালি মঙ্গোয়ানা, এনকাবা পিটার, জেরাল্ড কোয়েৎজ়ি, মার্কো জানসেন, ওটনেইল বার্টমান, লুথো সিপামলা, কেশব মহারাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code