Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাতির জনক গান্ধীজিকে স্মরণ করে উন্নত ভারত শীর্ষনাম নিয়ে অনুষ্ঠান

জাতির জনক গান্ধীজিকে স্মরণ করে উন্নত ভারত শীর্ষনাম নিয়ে অনুষ্ঠান

জাতির জনক গান্ধীজিকে স্মরণ করে উন্নত ভারত শীর্ষনাম নিয়ে অনুষ্ঠান


সুরশ্রী রায় চৌধুরী,কলকাতাঃ

IGNOU র রিজিওনাল ডিরেক্টর ড :সুজাতা দত্ত হাজারিকার অনুপ্রেরণা ও নির্দেশে , IGNOU kolkata regional center ১লা অক্টোবর ২০২৪ পালন করলো জাতির জনক গান্ধীজিকে স্মরণ করে উন্নত ভারত শীর্ষনাম নিয়ে অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য সুরক্ষা, প্লাস্টিক বর্জন, রোগ জ্বালা নিয়ন্ত্রণ ও এলাকা পরিস্করণ।

ইতিপূর্বেই IGNOU উত্তর ২৪ পরগনার পঞ্চায়েত এলাকার তিনটি গ্রাম সিউলি ১/শিউলি ২/শিউলি ৩ নিয়ে নানান সামাজিক কর্মসূচির মধ্যে বাল্য বিবাহ রোধ, হাতে কলমে নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা, কর্মমুখী ক্লাম্পিউটার প্রশিক্ষণ, কমিউনিকেটিং স্কিল ডেভেলপমেন্ট শিক্ষা প্রভৃতি র ব্যবস্থা করে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে এলাকার পঞ্চায়েত এর সহযোগিতায় নিয়মিত প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছে।

আজ ঠিক সেই রকমই শিউলি পঞ্চায়েত এর অধীনে শিউলি বালিকা বিদ্যালয় (উঃ মা )এর একাদশ /দ্বাদশ শ্রেণীর ২৫ জন ছাত্রীকে উন্নত ভারত গঠনে তাঁদের ভূমিকা কি হবে তা সবিস্তারে মহাত্মা গান্ধীর জন্মদিন স্মরণে জানানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি রত্না দত্ত মহাশয়াকে সভাপতি করে উপস্থিত অতিথি রা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। Ignou র পক্ষে প্রভাষ দত্ত ignou র পঠন পাঠন, বংশীবদন চট্টোপাধ্যায় পরিবেশ সচেতনতা, সূর্যেন্দু বিকাশ পাত্র স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বক্তব্য রেখে শিক্ষার্থী দের উৎসাহিত করেন। পুরো আলোচনা অডিও ভিজ্যুয়াল মোডেও উপস্থাপিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা IGNOU এই প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়ে স্কুলের ছাত্রীদের জন্য IGNOU-র কিছু পাঠক্রম বিদ্যালয়ে চালু করার ইচ্ছে প্রকাশ করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code