আপাতত এক বছর রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে গুটকা ও পান মশলা বিক্রি !
৭ই নভেম্বর থেকে বন্ধ হতে চলেছে গুটকা ও পান মশলা। এমনি এক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। যেখানে পরিষ্কার করে লেখা রয়েছে ৭ই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে গুটকা ও পান মশলা।
আগামী এক বছরের জন্য রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফ থেকে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'জনস্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।' সেই সঙ্গে জানানো হয়েছে, ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে আবারও রাজ্যে গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী এক বছর নিষেধাজ্ঞা জারি থাকবে।
প্রসঙ্গত, প্রায় এক দশক আগে থেকেই দেশের বিভিন্ন রাজ্যে গুটখা বা তামাকজাত পানমশলা উৎপাদন ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি শুরু হতে শুরু করে। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গও সে পথে হেঁটেছিল।পশ্চিমবঙ্গেও গুটখা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হল। আগামী একবছর গুটখা, তামাকজাত পান মশলা রাজ্যের কোথাও বিক্রি, তৈরি এবং মজুত রাখা যাবে না বলে ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর।
0 মন্তব্যসমূহ
thanks