নস্য শেখ উন্নয়ন পরিষদ কোচবিহার জেলা কমিটির বর্ধিত সভা দিনহাটায়


নস্য শেখ উন্নয়ন পরিষদ কোচবিহার জেলা কমিটির বর্ধিত সভা দিনহাটায়


আজ দিনহাটার আপন ঘরে নস্য শেখ উন্নয়ন পরিষদ কোচবিহার জেলা কমিটির আহব্বানে অনুষ্ঠিত হলো জেলা কমিটির বর্ধিত সভা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদ তথা ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান শিক্ষক আমিনুল হক। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শামীম আক্তার। জেলা সভাপতি তথা ডেভেলপমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার সাজ্জাদ হোসেন আহমেদ, জেলা সম্পাদক বিশিষ্ট আইনজীবী আহসান উল আলম সরকার মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন ওলেমা পরিষদের সভাপতি মুফতি আনোয়ার হোসেন সাঈদী সহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত সভায় নস্য সেখ জনগোষ্ঠীর উন্নয়নে বিষয়ে বিশদ আলোচনা হয় এবং আগামী ৩রা নভেম্বর দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে বেলা ১ টায় দিনহাটা মহকুমার কর্মী সমাবেশের ডাক দেওয়া হয়।