Eco-friendly fireworks market started at Dinhata
দিনহাটা:
পরিবেশবান্ধব বাজি (Eco-friendly fireworks) সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনহাটায় শুরু হল বাজি বাজার। শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ দিনহাটা শহরের হরিতকী তলার মাঠে বাজি বাজারের উদ্বোধন হলো।
এদিন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন, কাউন্সিলর চঞ্চল সাহা, বাবলু সাহা, সারাবাংলা আতশবাজি উন্নয়ন সমিতির দিনহাটা শাখার সম্পাদক সাধন সরকার ও সভাপতি শুভঙ্কর সাহা প্রমুখ।
১৬টি লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীরা এদিন পরিবেশবান্ধব বাজি (Eco-friendly fireworks) বাজারে পসরা সাজিয়ে বসেছে। প্রসঙ্গত,গত বছর থেকেই দিনহাটায় শুরু হয়েছে বাজি বাজার। সেই সময় মাত্র দুটি দোকান নিয়ে বাজি বাজার (Eco-friendly fireworks) চললেও এবছর চিত্র একেবারেই উল্টো। তবে উদ্বোধনের দিনে পুরোপুরি বাজার চালু না হলেও আংশিক ভাবে কয়েকটি দোকান চালু হয়ে গেল এদিন।
জানা যায় আজ ২৫শে অক্টোবর থেকে আগামী ২রা নভেম্বর পর্যন্ত চলবে এই বাজি বাজার (Eco-friendly fireworks)। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার চেয়ারম্যান গৌরিশংকর মাহেশ্বরী ব্যবসায়ীদের কাছে পরিবেশবান্ধব বাজীর মূল্য কম রাখার আবেদন জানানোর পাশাপাশি যাতে কোনোভাবেই এই বাজি বাজারে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার বার্তা দেন।
অন্যদিকে সংগঠনের সম্পাদক সাধন সরকার জানান, যাতে সাধারণ মানুষজন তুলনামূলক কম মূল্যে বাজি কিনতে পারে সেই দিকে নজর রাখা হচ্ছে পাশাপাশি কোচবিহারের বাজি বাজারের থেকেও দিনহাটার বাজি বাজারে এবারে ভালো ব্যবসা হবে বলে তিনি দাবি করেন।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সকালে আয়োজিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধ্যায় বাজি বাজার (Eco-friendly fireworks) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
0 মন্তব্যসমূহ
thanks