Latest News

6/recent/ticker-posts

Ad Code

RG Kar - একাদশীর সন্ধ্যায় প্রতিবাদে ফের রাস্তায় নাগরিক সমাজ

RG Kar - একাদশীর সন্ধ্যায় প্রতিবাদে ফের রাস্তায় নাগরিক সমাজ

Civil society again on the streets in protest



'উই ওয়ান্ট জাস্টিস' ধ্বনিতে আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীর কঠোর শাস্তির দাবিতে একাদশীর সন্ধ্যেতেও মোমবাতি নিয়ে জাস্টিসের দাবিতে রাস্তায় মহিলা পুরুষ সকলেই। চিত্তরঞ্জনের ২৪ নম্বর মোড়ে রাজ্যজুড়ে নির্যাতিতাদের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করার পাশাপাশি মোমবাতি নিয়ে বিচারের দাবি জানান বহু মানুষ।

প্রসঙ্গত, গত ৯ ই আগস্ট তিলোত্তমা কলকাতা শহরের অন্যতম গর্বের হাসপাতাল আরজিকর - এ ঘটেছিলো ন্যক্কারজনক ঘটনা। নিজের কর্-মন্দিরে চরম নির্যাতিতা হয়েছিলেন ড. তিলোত্তমা। যিনি অসহায় মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়ে কাজ করছিলেন তিনিই দুষ্কৃতির হাতে হারালেন নিজের জীবন। নৃশংসতার মাত্রা দেখে কেঁপে উঠে রাজ্য। প্রতিবাদে পথে নামে সাধারণ মানুষ।

রবিবার একাদশীর সন্ধ্যায় আসানসোলের চিত্তরঞ্জন শহরে আরজিকর ঘটনার প্রতিবাদ ও অভয়ার দোষীদের শাস্তির দাবিতে মোমবাতি নিয়ে মিছিল করতে দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code