মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পথে ভারত!
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ভারতের। অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হার ভারতের। রবিবার শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীত কউর শেষ পর্যন্ত ক্রিজ়ে থেকে লড়াই চালালেও শেষমেষ জেতাতে পারলো না দলকে। টপ অর্ডার এবং ফিল্ডিং ব্যর্থতায় চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে খাতায়-কলমে এখনও টিকে ভারত।
টসে জিতে বেথ মুনিকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন গ্রেস হ্যারিস। ভারতের হয়ে বোলিং শুরু করেন রেনুকা সিং। ২.৪ ওভারে রেনুকার বলে রাধার হাতে ধরা পড়েন বেথ মুনি। ৭ বলে ২ রান করেন তিনি। পরের বলেই গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন জর্জিয়া। ওপেনার গ্রেস হ্যারিস এবং তাহলিয়া ম্যাকগ্রা চালিয়ে খেলতে থাকেন। নবম ওভারে অরুন্ধতী রেড্ডির বলে হ্যারিসের ক্যাচ ফেলেন দীপ্তি শর্মা। ম্যাকগ্রার ক্যাচ ফেলেন হরমনপ্রীত কউর। অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে। ১৫ রানে নট-আউট থাকেন লিচফিল্ড। জয়ের জন্য ভারতের দরকার ১৫২ রান।
স্মৃতি মন্ধনার সঙ্গে ভারতের হয়ে ওপেন করতে নামেন শেফালি বর্মা। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মেগান শুট। মারমুখী ছিলেন শেফালি বর্মা। তবে চতুর্থ ওভারে খারাপ শট খেলে ফিরতে হয় তাঁকে (২০)। স্মৃতি মন্ধানার খারাপ ফর্ম অব্যাহত। গুরুত্বপূর্ণ ম্যাচেও ১২ বলে ৬ রানের বেশি করতে পারলেন না। সপ্তম ওভারে ফেরেন জেমাইমা রদ্রিগেসও (১৬)। সোফি মোলিনিউকে ছয় মারতে গিয়ে আউট হন দীপ্তি (২৯)। ১৯ তম ওভারে নিজের অর্ধশতরান পূরণ করে হরমনপ্রীত। তবে লাভ হয়নি। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৪ রান। সেই ওভারে তিন রান করে তারা। ৯ রানে অস্ট্রেলিয়ার কাছে হার।
সোমবার নিউ জ়িল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিলে আনুষ্ঠানিক ভাবে ছিটকে যাবে। যদি পাকিস্তান বড় ব্যবধানে নিউ জ়িল্যান্ডকে হারায়, তা হলে ভারতের ক্ষীণ একটি সুযোগ বেঁচে থাকছে। তবে পাকিস্তান খুব বড় ব্যবধানে জিতলে তারা ভারত এবং নিউ জ়িল্যান্ড দু’জনকেই টপকে সেমিফাইনালে যেতে পারে। অস্ট্রেলিয়া চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊