বিচারপতির আবাসস্থলের পথেই জয় রাইড, বাইকের ধাক্কায় আহত শিশু, ক্ষোভে ফুঁসছে গ্রাম

A child injured by a bike, the village is seething with anger



জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত জুবলী পার্ক সংলগ্ন তিস্তা নদীর পাড়ের সুকান্ত পল্লি এলাকাবাসীদের একটাই আতঙ্ক, বাঁধের ওপরের রাস্তা দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলা বাইক বাহিনীর।

শনিবার বিকেলে সেই লাগামহীন গতিতে চলা এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পথ চলতি এক শিশুকে এমনটাই অভিযোগ। মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর জখম হয় শিশুটি।

উল্লেখ্য, এই তিস্তা বাঁধের প্রবেশের মুখেই রয়েছে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতির আবাসস্থল।

স্থানিয় বাসিন্ধাদের অভিযোগ প্রতিদিন এই ভাবে ঝড়ের গতিতে বাইক চালিয়ে প্রতিযোগিতা করে বেশকিছু শহুরে ছেলে, প্রায় দিনই ঘটছে দূর্ঘটনা।

ঘটনার প্রত্যক্ষদর্শী শুভঙ্কর বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, রোজ দিন এই বাঁধের রাস্তায় জয় রাইড করে এক শ্রেনীর যুবক। এটা বন্ধ হওয়া জরুরী।