Chagos Islands: গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের হাতে তুলে দেওয়ার ঘোষণা ব্রিটেনের 

The island of 70 percent Indian origin got its independence from the British
photo credit: x



একসময় বলা হতো ব্রিটিশ শাসনের সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ব্যবস্থার পরিবর্তন হয়। ব্রিটিশদের ভারত ছাড়তে হয়েছিল। তবে ভারত থেকে অল্প দূরত্বে থাকা এক দ্বীপপুঞ্জে এখনও ব্রিটেনের নিয়ন্ত্রণে রয়েছে। হ্যাঁ, সেই এলাকাটি হল চাগোস দ্বীপপুঞ্জ। এর মধ্যে ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়াও রয়েছে, যেখানে মার্কিন এবং যুক্তরাজ্যের সেনাবাহিনী তাদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে। মরিশাস এটিকে নিজেদের বলে দাবি করে আসছে।

অবশেষে এই গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে  একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে। দিয়েগো গার্সিয়াসহ চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। আর মরিশাসের এই 'সম্পূর্ণ স্বাধীনতা' পেতে ভারত একটি বড় ভূমিকা পালন করেছে।

The island of 70 percent Indian origin got its independence from the British
photo credit: x


দীর্ঘদিন ধরেই এ দাবি করা হচ্ছিল। ভারতের স্বাধীনতার প্রায় 21 বছর পর মরিশাস ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তবে ব্রিটেন চাগোস দ্বীপপুঞ্জ ছেড়ে যায়নি। পরবর্তী কয়েক বছরে ব্রিটিশরা সেখানকার স্থানীয় লোকজনকেও তাড়িয়ে দেয়। পরে আমেরিকার সাথে চুক্তি করে। মামলাটি আন্তর্জাতিক আদালতে যায় এবং রায় মরিশাসের পক্ষে আসে। এখন ব্রিটেন এলাকা ছাড়তে রাজি হয়েছে।

The island of 70 percent Indian origin got its independence from the British
photo credit: x


ভারতীয় বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ এদেশে বসবাস করে। বলা হয়, এখানে প্রায় ৭০ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করে।