প্রকাশিত হলো হরিপদ রায়ের লেখা বই 'উত্তরবঙ্গের লোকনাট্যের আলোকে কুষাণ ও দোতারা'

book published



প্রকাশিত হলো হরিপদ রায়ের লেখা উত্তরবঙ্গের লোকনাট্যের আলোকে কুষাণ ও দোতারা গ্রন্থটি। শনিবার দিনহাটা কলেজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটি প্রকাশিত হয়। পাশাপাশি কলেজের বাংলা বিভাগের দেয়াল পত্রিকা স্বচ্ছতোয়া প্রকাশিত হয়।

উপস্থিত ছিলেন দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল, কলেজের বাংলা বিভাগের প্রধান ডঃ অমিতাভ দত্ত, অধ্যাপক ডঃ সুচিস্মিতা দেবনাথ, অধ্যাপক ডক্টর জয় দাস, ডক্টর সুভাষ চন্দ্র দাস প্রমূখ।

এদিনের এই গ্রন্থ ও দেওয়াল পত্রিকা প্রকাশ করেনঅধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল বলেন, এদিন দিনহাটা কলেজে হরিপদ রায় নামে একজন লেখকের গ্রন্থ প্রকাশ হলো। তিনি এই কলেজেরই প্রাক্তনী। অনেক পরিশ্রমের ফসল এই গ্রন্থটি। আশা করা যায় গ্রন্থটি পাঠক সমাজে জনপ্রিয়তা লাভ করবে। পাশাপাশি যে দেয়াল পত্রিকা প্রকাশিত হলো, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী দিনে তারও সমৃদ্ধি লাভ করবে এটাই আশা করছি।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপক ডক্টর জয় দাস। অনুষ্ঠানে কলেজের ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।