বিধায়ক তথা জেলা সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান BJP-র প্রাক্তন সহ সভাপতির
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
বিজেপি ছেড়ে বিধায়ক তথা জেলা সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করেন ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সহ সভাপতি শ্যামল রায়। দাপুটে নেতা শ্যামল রায় একটা সময় বিজেপির জেলা সহ সভাপতি ছিলেন। এরপর বিজেপির উচ্চপদস্থ নেত্রীত্বের সাথে মনোমালিন্য হওয়ার কারনে পদ ছাড়তে হয় তাকে।
এরপর পার্টি থেকে একঘড়ে হয়ে পড়েন দাপুটে এই নেতা। পার্টির কোনো অনুষ্ঠানে তাকে তেমন ভাবে দেখা না গেলেও 2024শের লোকসভা নির্বাচনে বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সাথে তাকে দেখা যায়।তবে ভিতরে ভিতরে তৃণমূলের সাথে তার যোগাযোগ ছিলো বলে সূত্র মারফত খবর।
গত দিন কয়েক আগে বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাসের বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন শ্যামল। সেখানেও বিজেপি ছেড়ে তৃণমূল যোগদানের বিষয়ে পাকাপোক্ত করে বলে সূত্র মারফত খবর। সেই খবরই সত্যি হলো আজ।আজ বর্ধমান সাংস্কৃতিক লোকো মঞ্চে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূলের জেলা সভাপতি রবিন্দ্র নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ করেন বিজেপি নেতা শ্যামল রায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊