বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দিনহাটা পুলিশ
দিনহাটা
বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ,সেই নিয়ে দিনহাটা থানায় প্রেস মিট এসডিপিও-র। বুধবার সন্ধ্যা আনুমানিক ৬:৪৫ মিনিট নাগাদ দিনহাটা থানায় এই নিয়ে প্রেস মিট করে বিস্তারিত জানান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র।
উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা। জানা গেছে দিনহাটা শহর লাগোয়া সোনিদেবী জৈন উচ্চ বিদ্যালয় পেরিয়ে রাস্তার পাশে একটি পরিত্যাক্ত গোডাউন থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি।
পুলিশের তরফে এসডিপিও বলেন ৬ হাজার পিস চকোলেট বোম, ১১হাজার চার পিস লংকা বোম, ৫০ পিস স্কাই শট সহ আরো বিভিন্ন ধরনের নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ।
0 মন্তব্যসমূহ
thanks