মাথাভাঙ্গায় রাত দখলের কার্যক্রমে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
মাথাভাঙ্গায় রাত দখলের কার্যক্রমে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। মুছে ফেলা হয়েছে রাস্তায় প্রতিবাদী লিখা। বিচারের দাবির ওপর চুনকালি মেখে দেওয়া হয়। এক আন্দোলনকারীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের মাথাভাঙায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পরে।
জানাগেছে, এদিন বিকেল থেকেই পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক, শিল্পী সংঘ এবং গণনাট্য সংঘের পক্ষ থেকে মাথাভাঙা শহরে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। অভিযোগ, রাস্তায় আঁকা একটি ছবিকে কেন্দ্র করে বেশ কয়েকজন মারমুখী হয়ে ওঠে এবং এক আন্দোলনকারীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ।
অভিযোগ, রাস্তায় আঁকা প্রতিবাদের ছবি জল ঢেলে মুছে দেন তৃণমূল কর্মীরা। এ প্রসঙ্গে আয়োজকদের এক জন বলেন, "গণসংগঠনের তরফে আমরা আরজি করের প্রতিবাদে কর্মসূচির আয়োজন করেছিলাম। গান-বাজনা-আবৃত্তির মাধ্যমে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ। বহু বিশিষ্ট নাগরিক প্রতিবাদে যোগ দিয়েছিলেন। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ চলছিল। কোনও রাজনৈতিক ঝান্ডা ছিল না। এর মধ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু সদস্যের উপর হামলা হয়। যা আমরা কল্পনাও করতে পারিনি। বিচার চেয়ে রাস্তায় ছবি এঁকেছিলেন শিল্পীরা। তা মুছে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি।”
এই ঘটনার নিন্দায় সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ। যথাযথ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এদিকে NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন-"মাথাভাঙার ঘটনার তীব্র নিন্দা করছি। তবে দলের কেউ এই ঘটনার সাথে জড়িত নেই। আমাদের দল আর.জি. করের দোষীদের শাস্তি ও বিচারের দাবী নিয়ে নাগরিক সমাজের আন্দোলনকে সমর্থন করে। স্বাভাবিকভাবে এই ধরনের আন্দোলনের উপর যেকোনো আক্রমণ নিন্দনীয়। তবে কিছুক্ষেত্রে সিপিএম-বিজেপি মুখোশ পড়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। আমাদের সকলের সাবধান থাকতে হবে।"
0 মন্তব্যসমূহ
thanks