পিছিয়ে গেল আর জি কর-মামলার সুপ্রিম শুনানি
পিছিয়ে গেল আর জি কর-মামলার সুপ্রিম শুনানি। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর-মামলার শুনানি। আর জি কর-মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না । কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। এমনটাই খবর। জানা গেল, অন্য বেঞ্চেও আরজি করের মামলা রাখা হয়নি। শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে। সেই তালিকায় আরজি কর মামলা রাখা হয়নি।
সুপ্রিম কোর্টের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্টেম্বর বসবে না। ওই বেঞ্চের বাকি দুই সদস্য বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আলাদা করে ১০ নম্বর কোর্টের কিছু মামলা শুনবেন। তবে কোন কোন মামলা শুনবেন তা নিয়ে স্পষ্ট খবর পাওয়া যায়নি। পরে জানা যায় ১০ নম্বর কোর্টের মামলার নতুন তালিকা প্রকাশ করা হয় আর সেখান থেকেই স্পষ্ট কাল আর আরজি কর মামলা উঠছে না আদালতে।
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। ধর্ষন করে খুনের অভিযোগে বিচারের দাবিতে উত্তাল গোটা বাংলা। এই পরিস্থিতিতে সুপ্রিমকোর্ট মামলাটি স্বতঃপ্রণোদিতভাবে নেয়। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল ৫ সেপ্টেম্বর। শীর্ষ আদালতের দিকেই তাকিয়ে ছিলেন সকলে। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে গেল।
0 মন্তব্যসমূহ
thanks