দুর্গা পূজার সেরা চিত্র শিল্পী প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দিনহাটায়

Art Competition

তপন বর্মন, দিনহাটা:


দিনহাটার রাসবিহারী ইউনিটের পরিচালনায় "দুর্গা পুজার সেরা চিত্র শিল্পী ২০২৪" প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী। গত দুই দিন ধরে ঝুড়িপাড়া রাসবিহারী ইউনিটের পরিচালনায় অনুষ্ঠিত হল "দূর্গাপূজার সেরা চিত্রশিল্পী ২০২৪"।

ঝুড়িপাড়া রাসবিহারী ইউনিটের পক্ষ থেকে ১৫ই সেপ্টেম্বর, রবিবার এই প্রতিযোগিতা" শুরু হয় এবং শেষ হয় আজ ১৬ সেপ্টেম্বর সোমবার । বসো আঁকো যেমন খুশি / দুর্গা ঠাকুরের মুখমন্ডল, ,হাতের লেখা প্রতিযোগিতা, পট অঙ্কন প্রতিযোগিতার উপর ছিল এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি।

বিভিন্ন বিভাগে প্রায় ১২০০ জন প্রতিযোগী/ প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীর সংখ্যা বেশী থাকার দরুন, প্রতিযোগিতাটি তিনটি ভাগে করা হয়েছে।

প্রসঙ্গত, এবারে ঝুড়িপারা রাসবিহারী ইউনিটের পক্ষ থেকে দুর্গা প্যান্ডেলের প্রস্তুতি চলছে। এবারে তাদের থিম "ভক্তিতেই মুক্তি "।

পূজা কমিটির সম্পাদক টোটা বনিক এবারে শারদীয়া উৎসবে সকল দিনহাটাবাসীকে আহ্বান জানিয়েছেন।