Latest News

6/recent/ticker-posts

Ad Code

TET Certificate Lifetime Validity 2011: টেট সার্টিফিকেট নিয়ে জরুরি বিজ্ঞপ্তি কমিশনের

TET Certificate Lifetime Validity 2011: টেট সার্টিফিকেট নিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি কমিশনের

TET Certificate Lifetime Validity 2011


ইতিমধ্যে ২০১১ এস এল এস টি তে টেট পাস প্রার্থীরা টেট সার্টিফিকেট লাইফটাইম ভ্যালিডিটির জন্য জমা করেছেন। কিন্তু কবে মিলবে সেই লাইফটাইম ভ্যালিডেট হওয়া সার্টিফিকেট সেই সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশন এখনো জারি না করলেও আজ এক বিজ্ঞপ্তি জারি করে ২০১১ এস এল এস টি তে টেট পাস প্রার্থীদের জন্য।

যারা ইতিমধ্যে Duplicate TET Certificate এর জন্য আবেদন করেছিলেন সেই সকল ২০১১ এস এল এস টি তে টেট পাস প্রার্থীদের জানানো হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের Duplicate TET Certificate দেওয়া হবে।

যারা Duplicate TET Certificate এর জন্য আবেদন করেছিলেন তাঁদের নির্দিষ্ট তারিখে স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে সংগ্রহ করতে হবে। এরজন্য ১০০০ টাকা জমা করবার কথাও বলা হয়েছে।

মোট প্রায় ২৫০ জন প্রার্থীর নামের তালিকা এদিন তারিখ অনুসারে দেওয়া হয়েছে। আপাতত এই লিস্টেড ক্যান্ডিডেটদের সার্টিফিকেট দেওয়া হবে নির্দিষ্ট তারিখ অনুযায়ী।

TET Certificate Lifetime Validity 2011

বিজ্ঞপ্তি এবং নামের তালিকা দেখতে ক্লিক করুন- WEBSITE LINK

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code