Subhashree Ganguly: পিঠখোলা ব্লাউজ আর শিফন শাড়িতে এবার পূজা মাতাবে শুভশ্রী !
|
Subhashree Ganguly: শুভশ্রী গাঙ্গুলী টলিউডের এক জন সফল অভিনেত্রী। তার নতুন ওয়েব সিরিজ, মুভি অফার এবং রিয়ালিটি টিভি প্রোজেক্টের মাধ্যমে তিনি তার অনন্য অভিনয়ের প্রমাণ দিচ্ছেন। কিন্তু শুধু অভিনয়ের ক্ষেত্রে নন, শুভশ্রীর ফ্যাশনের স্বাদের ও কোনো কমতি নেই। |
|
Subhashree Ganguly: তার অসাধারণ ফ্যাশন সেন্স এবং গ্ল্যামারাস লুকের জন্য তিনি চর্চায়। তিনি নিজের ক্যারিয়ারের সাথে সাথে নিজের লুকের উপরও খুব গুরুত্ব দিয়ে থাকেন আগাগোরা। |
|
Subhashree Ganguly: টলিউডের এই ডিভা একের পর এক অসাধারণ ফ্যাশনের নমুনা তুলে ধরেন তার এই স্যোসাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলিতে । সম্প্রতি পিঠখোলা ব্লাউজ আর শিফন শাড়িতে সেজেছেন শুভশ্রী। |
|
Subhashree Ganguly: শুভশ্রীর এই সাজের রূপটান শিল্পী সৌরভ মিত্র। হেয়ার স্টাইলের দায়িত্ব সামলেছেন শর্মিষ্ঠা মাজি। গয়না এমপিজে জুয়েলার্সের। আর ছবিগুলো তুলেছেন জাভেদ ইব্রাহিম। |
|
Subhashree Ganguly: পুজোর আগে শিফন শাড়িতে সেজেছেন বাংলা সিনেইন্ডাস্ট্রির এই সুন্দরী নায়িকা । সি গ্রিন রঙের এই শাড়িতে রয়েছে সোনালি বর্ডার। যাকে কম্প্লিমেন্ট করছে পিঠখোলা ব্লাউজ। এবার পুজোয় শাড়ির সাজ হোক শুভশ্রীর মতো, পিঠখোলা ব্লাউজে উঠুক ঝড়। |
0 মন্তব্যসমূহ
thanks