বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষনা, ফিরলেন পন্থ
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে ভারত আর তার আগে ভারতীয় ক্রিকেট দল ঘোষনা করলো বিসিসিআই। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে অধিনায়কত্ব করবেন হিটম্যান। দলে ফিরলেন পন্থ। জায়গা হল বাংলার আকাশেরও। ২০২২-র পর ফের টেস্ট ক্রিকেটে খেলতে চলেছেন পন্থ। মীরপুরে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন পন্থ এবার ফের টেস্ট শুরু বাংলাদেশের বিরুদ্ধেই।
দলীপ ট্রফির মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করে দিল বোর্ড। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল। রোহিত ছাড়াও ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে খেলতে পারেন শুভমন গিল। দলে ফিরলেন বিরাট কোহলি। মিডল অর্ডারে রয়েছে সরফরাজ। চারজন স্পিনার ও চারজন পেসার রয়েছে দলে।
রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন দুই বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন। দলে রয়েছেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং যশ দয়াল।
ভারতের টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা এবং যশ দয়াল।
0 মন্তব্যসমূহ
thanks