What Does It Mean to Be Poked on Facebook?


ইংরেজিতে পুক মানে খুঁচানো ঠিক আছে কিন্তু ফেসবুকে পুক শুধু কাউকে খুঁচানোর জন্য কিন্তু ব্যবহার হয় না। আপনি কি কখন কাউকে 'পুক' বা 'পুক ব্যাক' দিয়েছেন? তাহলে অবশ্যই জেনে নিন এর কাজ। 

অনেকেই মনে করেন পুক করা মানে হল কাউকে বিরক্ত করা। কিন্তু না ফেসবুকে পুক আপনার একাউন্টের সুস্থতার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। 

ফেসবুক এই Poke কাজ করে মূলত-

১. আইডিতে Temporary Block থাকলে এই Poke কয়েকবার কেউ মারলে তা ঠিক হয়ে যায়।

২. কারো সাথে অনেকদিন ধরে চ্যাট না হলে এই Poke দেয়া হয়।

৩. অপরিচিত কেউ Poke করলে, সেই Poke Back দিলে, সেই ব্যাক্তি Friend Request ছাড়াই তার প্রফাইলের সব পোষ্ট দেখতে পাবে।

৪. আইডিতে কোনো সমস্যা হলে অন্যরা যদি Poke করে তবে আইডির অনেকটাই সমস্যা ঠিক হয়ে যায় এবং আপনার Poke করা গুলো Back দিলেও আইডি অনেকটাই নিরাপদ থাকে।

তাই, আর দেরি কেন?  এখনি  Poke করুন এবং নিজে Poke পেলে তা ব্যাক করুন। নিজের ফেসবুক একাউন্টে কারা পোক করেছে দেখতে চাইলে লিঙ্কে ক্লিক করুন- https://www.facebook.com/pokes