Somnath Express Train Accident: ফের এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে পৌঁছেছে আধিকারিকরা
মধ্যপ্রদেশের জবলপুরে সোমনাথ এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমনাথ এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই লাইনচ্যুত হয়। তথ্য অনুযায়ী, দুটি কোচ লাইনচ্যুত হয়েছে।
বর্তমানে এই দুর্ঘটনায় স্বস্তির বিষয় হল এই ট্রেন দুর্ঘটনায় কেউ আহত হয়নি বা কেউ মারা যায়নি।
#WATCH | Two coaches of Indore- Jabalpur Overnight Express derailed in Jabalpur, Madhya Pradesh. No casualties/injuries reported.
— ANI (@ANI) September 7, 2024
More details awaited pic.twitter.com/A8y0nqoD0r
0 মন্তব্যসমূহ
thanks