মিড ডে মিলের পরিদর্শন এসে পড়ুয়াদের সঙ্গে বসে মিডে মিল খেলেন জেলাশাসক

Mid day meal inspection by dm


মালদা:

মালদার গাজোল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে এলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া । পরিদর্শনের পাশাপাশি এদিন শুক্রবার রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে বসে মিডে মিলের দুপুরের খাবার খেলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। 


জেলা শাসকের সঙ্গে ছিলেন গাজোল জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল , গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, রাম চন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘামিত্রা সাঁতরা, পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কারের উদ্বাস্তু ছেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার, রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের সভাপতি বিকাশ ভৌমিক থেকে শুরু করে আরো অনেকে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের মিডে মিলের খাবার গুণমান যাচাই করেন। 


স্কুলের পড়ুয়াদের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দেন। প্রতিটা ক্লাসরুমে পরিদর্শন করেন , যাতে পড়ুয়াদের ঠিকঠাক ভাবে পড়াশোনা হচ্ছে কিনা। মিডে মিলের রান্নাঘরও পরিদর্শন করে , বাচ্চাদের মিড ডে মিলের খাবারটা গুণগতমান যাচাই করেন । এরপর মিডে মিলের স্টোর রুমে পরিদর্শন করে , কিছু চালের শ্যামপুর নিয়ে যান। এরপর স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলে মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া বেরিয়ে যান।