সেলফি - প্রাণ কেড়ে নিল একই পরিবারের তিন সদস্যের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল:-
বর্তমানে আট থেকে আশি - একটা বড় অংশ মেতে উঠেছে সেলফিতে। নদীর কিনারা বা পাহাড়ের বিপজ্জনক খাঁজে, চলন্ত ট্রেনে অথবা অন্য কোনোভাবে ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে যেভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তাতে বলা যায় - ধীরে ধীরে সেলফির নেশা হয়ে উঠেছে সর্বনাশা। তারপরও কারও হুঁশ ফিরছেনা।
ভাগ্যজোরে দু'জন বেঁচে গেলেও এবার সেলফি তুলতে গিয়ে দামোদর নদীতে তলিয়ে না ফেরার দেশে চলে গেলো একই পরিবারের তিনজন সদস্য - বাবা ও দুই ছেলে। বেঁচে গেছে মা ও শিশু সন্তান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ও তল্লাশি শুরু করে। এসে পৌঁছায় সিভিল ডিফেন্স ও জাতীয় বিপর্যয় মোকাবিলার দল। শেষপর্যন্ত স্থানীয়দের সহায়তায় রাতের দিকে একজনের দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কলকাতার ইকবালপুর থানার ১৯, বি হোসেন শাহ রোডের বাসিন্দা নাসিমা বেগম তার স্বামী মহঃ ফিরোজ (৪৫) এবং তিন ছেলে মহঃ আসিফ (২৪), মহঃ তৌসিফ (২০)ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ডিসেরগড়ের মাজার শরীফে আসে। সেখানে যাওয়ার আগে তারা দামোদর নদীতে স্নান করতে যান। স্নান করতে করতে সেলফি তোলার সময় তারা হঠাৎ দামোদর নদীতে তলিয়ে যান। তবে স্থানীয় বাসিন্দারা নাসিমা বেগম ও তার শিশু সন্তানকে রক্ষা করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊