দ্বিতীয় টেস্টের দল ঘোষনা, জায়গা হল না শামির
চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের জয়ের পরেই দ্বিতীয় টেস্টের দল ঘোষনা করলো বিসিসিআই। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট। আর সেই ম্যাচেও জায়গা হল না বাংলার পেসারের। প্রথম টেস্টের দলে পরিবর্তন করল না বিসিসিআই। প্রথম টেস্টের দল নিয়েই দ্বিতীয় টেস্ট খেলতে নামবে রোহিতরা।
নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া সকলেই ভাল পারফর্ম করেছেন। নেই কোনো চোট আঘাত। তাই চেন্নাইয়ের ১৬জনকে নিয়েই কানপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের ম্যানেজমেন্ট।
দ্বিতীয় টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং যশ দয়াল।
0 মন্তব্যসমূহ
thanks