৮ দিনের CBI হেফাজতে সন্দীপ, আদালত থেকে বেড়োতেই সপাটে চড়!
আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার আদালতে হাজির করানোর সময়ে হুলস্থুল পরিস্থিতি হয়ে যায় আলিপুর আদালত চত্বরে।
গত সোমবার রাতে গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সেই মামলাতেই সন্দীপকে গ্রেফতার করা হয় সোমবার। মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেস থেকে আদালতে নিয়ে আসে সিবিআই। আদালত সন্দীপকে আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। সন্দীপকে আদালত থেকে বার করার সময়েই শুরু হয় গোলমাল। ‘চোর চোর’ চিৎকার উঠতে থাকে। একদল মানুষ সন্দীপের দিকে এগিয়ে যায়। হুড়োহুড়ি শুরু হলে সন্দীপের মাথায় পিছন থেকে থাবড়া কষায় একজন।
তবে কে এই থাবড়া কষিয়েছেন, ভিড়ের মধ্যে তা বোঝা যায়নি। এর পরে অবশ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দীপকে নিয়ে গাড়িতে ওঠেন সিবিআই কর্তারা। তাঁকে ফের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়।
আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই।টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর আজ গ্রেফতার সন্দীপ ঘোষ। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার সন্দীপ ঘোষ। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন তিনি এমনটাই খবর।
গত ১৬ অগস্ট থেকে টানা ১৫ দিন সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছিল সন্দীপকে। গত শনিবার ও রবিবার জেরা না করা হলেও সোমবার ফের তলব করা হয় সন্দীপ ঘোষকে। আর এবার গ্রেফতার তিনি। সোমবার সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজ়াম প্যালেসে। তার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, গ্রেফতার করা হয়েছে সন্দীপকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊