আর পড়ুয়াদের দেওয়া হবে না ট্যাবের টাকা! বড় সিদ্ধান্ত সরকারের

Mamata


পড়ুয়াদের আর দেওয়া হবে না ট্যাবের টাকা। শুধু একাদশ নয় সাথে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকেও ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। চলছিল চূড়ান্ত প্রস্তুতি। এই সপ্তাহেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দফতর। ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। 


তবে আচমকাই এই প্রকল্প কেন বন্ধ করা হল তা নিয়ে সেরকম কোনো কারণ জানা যায়নি। তবে বিজ্ঞপ্তিতে শুধু 'প্রশাসনিক কারণ' উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসনিক সূত্রের দাবি, অন্তত ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। তার পরেও কবে ছাড়া হবে, তা এখনও নিশ্চিত নয়। 



২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে। ‘তরুণের স্বপ্ন’ নামে এই প্রকল্পে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার করে টাকা দিত রাজ্য। গত বছরেও দেওয়া হয়েছিল সেই টাকা। এমনকি রাজ্য বাজেটে এই খাতে বরাদ্দ বাড়িয়েছিল রাজ্য। তবে এবার আচমকাই বাতিল বলে ঘোষনা। ‘অ্যালটমেন্ট অর্ডার’ বাতিল করে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্তও বাতিল।