Latest News

6/recent/ticker-posts

Ad Code

Pune Special Train: একই রুটে আবারো দুর্ঘটনার কবলে রেল, এবার স্পেশাল ট্রেন

Pune Special Train: একই রুটে আবারো দুর্ঘটনার কবলে রেল, এবার স্পেশাল ট্রেন 

Pune Special Train



ফের দুর্ঘটনার(Train Accident) কবলে রেল! এবার লাইনচ্যুত স্পেশাল ট্রেনের ইঞ্জিন(Engine)। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মুজাফ্ফরপুরে (Muzaffarpur)।

এক সপ্তাহে দ্বিতীয়বার ট্রেন দুর্ঘটনা (Train Accident) হল এই রুটে। শনিবার মধ্যরাতে আচমকাই ট্র্যাকের বাইরে চলে যায় পুণে (Pune) স্পেশাল ট্রেনের (Special Train) তিনজোড়া চাকা। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে এই স্পেশাল ট্রেন।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারকেরা। শুরু হয় উদ্ধারকাজ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

রেলসূত্রে খবর, ইঞ্জিন সেটিং-এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই মুজাফ্ফরপুর-পুণে স্পেশাল ট্রেনটি। পথে এই দুর্ঘটনা ঘটে। তবে কী কারনে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।

অন্য একটি ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত হয় বলে জানা গিয়েছে। 

প্রসঙ্গত, দিন কয়েক আগে এই স্থানেই লাইনচ্যুত হয়েছিল মালগাড়ির চারটি বগি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code