শিলিগুড়িতে ফের হাতির আক্রমণে মৃত্যু এক ব্যক্তির
শিলিগুড়ি : গণেশ চতুর্থীর সকালে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এদিন সকালে শহর শিলিগুড়ির সংলগ্ন বাগডোগরা এলাকায় পানি ট্যাঙ্কিতে উদ্ধার হল পবন সিং নামের এক ব্যক্তির মৃতদেহ।
এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই ব্যক্তির দেহ উদ্ধার হয় তার বাড়ির প্রায় এক কিলোমিটারের মধ্যে। এছাড়াও স্থানীয়রা মনে করছেন হাতির আক্রমণে এই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এদিন এই ঘটনার পরে ওই এলাকায় পৌঁছায় বন বিভাগের কর্মী থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা। হাতির আক্রমণে মৃত্যু কিনা সেই তদন্ত চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
0 মন্তব্যসমূহ
thanks