যাত্রীবাহী নয়, টোটো এবার গড়ে উঠছে ফাস্টফুডের দোকান
টোটোর মধ্যে যাত্রীরা নয়, টোটোর মধ্যে বিক্রি হবে চিকেন পকোরা, মোগলাই পরোটা, এগ চিকেন চাউ। অবাক হচ্ছেন ? অবাক করার বিষয় মনে হলেও ঘটনাটি সত্যি ! তবে ব্যাপারটা একটু আলাদা। পুরোনো টোটোর বডি খুলে সেটাকে বানিয়ে দেওয়া হয়েছে আস্ত একটা ফাস্টফুডের দোকানের মত । আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে কানপাতলেই এখন শোনা যাচ্ছে পরিবর্তিত টোটোর এই হাড় পাঁজরের গল্প । নাম রাহুল রায় । বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের নরসিংহপুরে। কিন্তু কিভাবে আস্ত একটি টোটোকে পুরো পাল্টে দিয়ে তিনি বানিয়ে দিলেন ফাস্টফুডের দোকানের মত ?
জানা গিয়েছে তাঁর একটি গ্যারেজ আছে। সম্প্রতি একজন তার কাছে টোটো দিয়ে বলেন এটিকে ফাস্টফুডের দোকানের মত পরিণত করার। সেই কাজ নিপুন হাতে করে দেখালেন রাহুলবাবু। যার জন্য খরচ করতে হয়েছে ৬০ হাজার টাকা। নিপুন দক্ষতার সাথে সেই পুরনো টোটোর বডি খুলে নতুন করে ফাস্টফুডের বডি তৈরি করা হয়েছে তাতে। নরসিংহ পুরের বিশ্বকর্মা অটো পার্টস এর দোকানে গেলেই সেই গাড়িটি দেখা মিলবে। যা দেখে অনেকেই বেশ হতবাক। এভাবে গাড়ি তৈরির জেরে ব্যবসায়িক ক্ষেত্রে অনেকেই উপকৃত হবেন বলে আশাবাদী রাহুল বাবু।
এ সম্পর্কে তিনি জানান এই গাড়িটি আমার জীবনে প্রথমবার বানালাম। এটি ফাস্টফুডের একটি গাড়ি। জেটি বানাতে কাস্টমার তাকে একটি পুরনো টোটো দিয়েছিলেন। সেই টোটোর পুরনো বডি খুলে তিনি নতুন করে একটি ফাস্টফুডের গাড়ির বডি লাগিয়েছেন। যদি কেউ এমন টাইপের গাড়ি বানাতে চান তাদেরকে আহ্বান জানিয়েছেন তিনি।প্রসঙ্গত সকলের অজান্তেই তিনি এই কাজ করেছেন । তার জন্য তাকে ইঞ্জিনিয়াররিং পড়তে হয়নি। কিন্তু প্রশ্ন তাঁর এই প্রতিভা হারিয়ে যাবে নাতো মফঃস্বলের কোলাহলে ? নাকি তিনি একদিন আরও কিছু অসাধ্য সাধন করবেন ? প্রশ্ন অনেক , উত্তর সময় বলবে !
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊