দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার ১

দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার ১



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল :

দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক। ধৃত যুবকের নাম গৌতম চট্টোপাধ্যায়। তাকে দুর্গাপুর থানার পুলিশ ১১ই সেপ্টেম্বর গ্রেফতার করে ১২ই সেপ্টেম্বর আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। ধৃত গৌতমের সাথে অজয় দাসের সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে । তাছাড়াও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ রাঁচি থেকে এক ইট ভাটার মালিক অঙ্কিত সিংকেও গ্রেফতার করেছে।

জানা যায় দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলা এই ছিনতাই কাণ্ডের অন্যতম মাথা মধুসূদন বাগের যে একাউন্টে ৫০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। সেটি ব্যাংক অফ ইন্ডিয়ার কল্যাণী শাখায় মধুসূদনের কল্যাণী ভান্ডার নামের অ্যাকাউন্টে জমা পড়ে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ মধুসূদনের বিভিন্ন কোম্পানির নামে নানান জায়গায় সাতটি ব্যাংক একাউন্টের হদিশ পেয়েছে।

এদিকে এই ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশ আগেই বাজেয়াপ্ত করেছে। রূপনারায়ণপুর থেকে ওই গাড়িটি নিয়ে দিল্লির ব্যবসায়ী মুকেশ চাউলাকে বসিয়ে চালক অজয় দাস এবং সুরজ কুমার কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে গাড়ি থেকে টাকার বাক্স নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানতে পেরেছে। যার সঙ্গে যোগাযোগ ছিল দুর্গাপুর থানার এক এ এস আই এর বলে অভিযোগ।

পুলিশ এখনো কিছু জায়গায় তল্লাশি জারি রেখেছে বলে জানা যায়।