Latest News

6/recent/ticker-posts

Ad Code

টলিউডে আসছে পদ্মশ্রী করিমূল হকের জীবনকাহিনি, দেব হবেন ‘অ্যাম্বুল্যান্স দাদা’

টলিউডে আসছে পদ্মশ্রী করিমূল হকের জীবনকাহিনি, দেব হবেন ‘অ্যাম্বুল্যান্স দাদা’



Tollywood, Dev, Karimul Haque, Ambulance Dada, biopic, Padma Shri, Bengali movie, Jalpaiguri, humanitarian story, bike ambulance, Bengali cinema news



টলিউডে এবার দর্শকরা দেখতে চলেছেন এক অনন্য মানবিক লড়াইয়ের গল্প। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমূল হকের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি, যেখানে ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা দেব।

করিমূল হক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এক সাধারণ মানুষ। নিজের মাকে অ্যাম্বুল্যান্সের অভাবে হারানোর বেদনা থেকেই তিনি শপথ নেন—আর কোনও মানুষ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান। সেই লক্ষ্যেই তিনি শুরু করেন বিনামূল্যের বাইক অ্যাম্বুল্যান্স পরিষেবা। বছরের পর বছর দিন-রাত এক করে অসংখ্য অসহায় মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি হয়ে ওঠেন মানুষের কাছে ‘অ্যাম্বুল্যান্স দাদা’।

Tollywood, Dev, Karimul Haque, Ambulance Dada, biopic, Padma Shri, Bengali movie, Jalpaiguri, humanitarian story, bike ambulance, Bengali cinema news

এই মানবিক যাত্রার গল্প এবার রুপোলি পর্দায় তুলে ধরতে উদ্যোগী হয়েছেন টলিউডের প্রযোজক-পরিচালক মহল। ছবিতে করিমূল হকের সংগ্রাম, পারিবারিক জীবন, সামাজিক প্রতিবন্ধকতা ও অদম্য মানসিকতার বাস্তব চিত্র ফুটে উঠবে বলে জানা গেছে। দেবের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেতা এই চরিত্রে অভিনয় করায় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।


নিজের চরিত্র প্রসঙ্গে দেব জানিয়েছেন, এই ছবিটি তাঁর কাছে শুধুমাত্র অভিনয় নয়, বরং এক বিরাট দায়িত্ব। একজন জীবন্ত কিংবদন্তির চরিত্রে অভিনয় করা গর্বের পাশাপাশি চ্যালেঞ্জেরও। বাস্তবের করিমূল হকের জীবন দর্শকদের সামনে তুলে ধরতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান দেব।

Tollywood, Dev, Karimul Haque, Ambulance Dada, biopic, Padma Shri, Bengali movie, Jalpaiguri, humanitarian story, bike ambulance, Bengali cinema news

ছবির পরিচালনায় রয়েছেন বিনয় এম মুদগিল। প্রযোজক মহল আশা করছে, এই ছবির মাধ্যমে শুধু একজন মানুষের গল্প নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা, মানবিকতা ও সহমর্মিতার এক শক্তিশালী বার্তা পৌঁছে যাবে। খুব শিগগিরই শুটিং শুরু হবে এবং মুক্তির দিনক্ষণও ঘোষণা করা হবে বলে খবর।

টলিউডে মানবিক গল্পের এই নতুন সংযোজন যে দর্শকদের মন ছুঁয়ে যাবে, তা বলাই বাহুল্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code