সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোক মিছিল অনুষ্ঠিত হলো দিনহাটা শহরে


mourning procession was held in Dinhata


গতকাল দিল্লীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিপিআই (এম) এর সর্বভারতীয় সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি।

দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। জে এন ইউ এর এই প্রাক্তনীর ছাত্র রাজনীতির মাধ্যমেই রাজনীতিতে হাতে খড়ি।
mourning procession was held in Dinhata

মেধাবী ছাত্র হিসেবে ও সুদক্ষ রাজনৈতিক ব্যক্তি হিসেবে খ্যাতি ছিল তার। আজ তার এই প্রয়াণে শোক মিছিল অনুষ্ঠিত হলো দিনহাটা শহরে সিপিআই(এম) দিনহাটা এর উদ্যোগে। শোককে শপথে পরিনত করার আহ্বান জানান নেতৃত্বরা।

mourning procession was held in Dinhata

আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, প্রবীর পাল জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, এমদাদুল হক, মনোজ সরকার সহ অন্যান্যরা।