উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল 'জনতার এজলাস'

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল 'জনতার এজলাস'




আরজি করের নৃশংস ঘটনার বিচার পেতে আন্দোলনকে শক্তিশালী করতে আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ''জনতার এজলাস ।''

বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী - গবেষক দ্বারা আয়োজিত এই কর্মসূচিতে সামগ্রিকভাবে উপস্থিত ছিলেন দেড়শতাধিকেরও বেশি ছাত্রছাত্রী ও গবেষক। কর্মসূচির শুরুতে সকল অংশগ্রহণকারি ও পথচারী মানুষদের কালো ব্যাচ পড়ানো হয়। 

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল 'জনতার এজলাস'

এদিন উপস্থিত ছিলেন নৃতত্ত্ববিদ্যা বিভাগের অধ্যাপক সমর কুমার বিশ্বাস, রসায়ন বিভাগের এর অধ্যাপক অনির্বাণ মিশ্র, শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা পারমিতা দাস সহ আরও অনেকেই। প্রত্যেকেই আন্দোলনকে আরও শক্তিশালী করার মতামত রাখেন।

ছাত্রছাত্রী এবং গবেষকর মধ্যে ২৫ জন তাদের সুচিন্তিত বক্তব্য রাখেন এবং বাকিরা লিখিত আকারে তাদের মতামত জমা দেন।